সিলেট প্রতিনিধি : সিলেট থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ সোমবার। এ বছর হজ উপলক্ষে সিলেট থেকে তিনটি ফ্লাইট সরাসরি জেদ্দা যাবে। আজকের (৭ আগস্ট) পর ২৩ ও ২৫ আগস্ট আরো দুটি ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ছাড়বে বলে জানা গেছে।
আজ বিকাল সাড়ে ৪ চায় সিলেট প্রথম ফ্লাইটে (বোয়িং ৭০৪৭) ৪১৮ জন যাত্রীর হজব্রত পালনে সৌদি আরব যাচ্ছেন। তিন ফ্লাইটে প্রায় ১ হাজার ৯শ যাত্রী হজ পালনে পবিত্র মক্কা নগরীতে যাবেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কমার্শিয়াল অফিসার ও হজ ফ্লাইট তদারক কর্মকর্তা মো. আকবর আলী হাওলাদার উত্তরপূর্বকে জানান, সিলেট থেকে তিনটি ফ্লাইট ছাড়ার ব্যাপারে ঢাকায় প্রস্তাব করা হয়েছে। সে অনুযায়ী ৭ আগস্ট এবং ২৩ ও ২৫ আগষ্ট ফ্লাইট শিডিউলের দিন নির্ধারণ করা হয়েছে। তবে সময় এখনো নিশ্চিত করা হয়নি।
হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেটের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, লতিফ ট্রেভেলসের স্বত্তাধিকারী জহিরুল কবির চৌধুরী শীরু বলেন, ‘আমরা আশা করছি সিলেট থেকে পাঁচ টি ফ্লাইট যাবে, তবে এ পর্যন্ত তিনটি ফ্লাইটের নিশ্চয়তা পাওয়া গেছে। আজ আমরা বিমানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের কাছে দাবি জানাবো সিলেট থেকে পাঁচটি ফ্লাইটের ব্যবস্থা করার। কারণ ঐসব ফ্লাইটের যাত্রীর কোনো সংকট নেই।তাছাড়া ঢাকা থেকে হজযাত্রীরা সহজেই অন্য এয়ারলাইন্সে যেতে পারার সুবিধা রয়েছে। কিন্তু সিলেটের যাত্রীরা সিলেট থেকে যেতে না পারলে অনেক ভোগান্তির শিকার হতে হয়। আমরা আশা করি আমাদের ন্যায্য দাবির প্রতি বিমান কর্তৃপক্ষ ইতিবাচক পদক্ষেপ নেবেন।’