নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর কুমারপাড়া- চৌহাট্টা সড়ক মেরামত কাজের জন্য কিছু কিছু স্থানে আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
জালালাবাদ গ্যাস পূর্বাঞ্চলের ম্যানেজার মুশফিকুল ইসলাম আনসারী এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটভিউ২৪ডটকমকে।
তিনি বলেন- জালালাবাদ গ্যাস উত্তরাঞ্চল আঞ্চলিক অফিসের অধীনস্থ কুমারপাড়া-চৌহাট্টা সড়ক মেরামত কাজের জন্য কুমারপাড়া-চৌহাট্টাসহ জিন্দাবাজার এলাকার কিছু কিছু এলাকায় আজ শনিবার রাত ১১ টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিনি এ ব্যাপারে জালালাবাদ গ্যাস উত্তরাঞ্চল আঞ্চলিক অফিসের ম্যানেজার মো. ফজলুল হকের সাথে যোগাযোগ করার অনুরোধ করেন। পরে ফজলুল হকের সেলফোনে একাধিকবার ফোন দেয়া হলে সেটি রিসিভ হয়নি।
এছাড়া জালালাবাদ গ্যাসের টেলিফোন নাম্বারে বেশ কয়েকবার ফোন দেয়া সেটি রিসিভ হয়েছে কিন্তু কেউ কথা বলেনি। অন্যদিকে ইমার্জেন্সী সেলফোন নাম্বারে কল দেয়া হলে সেটির বাহক শফিকুল হক ছাতক আছেন বলে জানান।