সিলেট নগরীর শাহ পরান এলাকায় পান্না বেগমকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলো মামুন খাঁন। তাতে শিরিন আক্তার পান্না মারাত্মক আহত হন, শিরিন আক্তার পান্নার পরিবারের অভিযোগ যে। প্রতিদিন বসত বাড়ির সীমানায় আবর্জনা ময়লা ফেলেন মামুন খাঁন, পান্না বেগমের সীমানায় ময়লা আবর্জনা ফেলার কথা নিষেধ দিলে তখন অশ্লীল ভাষায় গালি গালাজ করেন মামুন খাঁন। একই সাথে হত্যার হুমকি দিয়ে থাকেন মামুন খাঁন, এবং পান্না বেগম দেখতে পান এই জায়গায় ময়লা আবর্জনা ফেলছেন মামুন খাঁন, এবং তাকে গালিগালাজ করলেন, তখন পান্না বেগম গালিগালাজে বাধা দিলে, মামুনের পরিবারের সবাই মিলে পান্না বেগমের উপরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় পান্নার উপরে, পান্না বেগমকে হত্যা করার উদ্দেশ্যে নিজ বসত বাড়ির সামনে দাঁড়ানো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন, গুরুতর জখম করে পালিয়ে জান মামুন খাঁন, ও মামুন খানের পরিবার, গুরুত্ব আহত অবস্থায় পান্না বেগমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়, এ ঘটনায় মনোয়ারা বেগম বাদী হয়ে শাহপরান থানায় মামলা দায়েল করেন। এ নিয়ে অভিযুক্তরা হলেন একই গ্রামের মামুন খাঁন (৩২), পিতাঃ কাজল খাঁন,গ্রামঃইসলামাবাদ, শাহপরান, সিলেট, ও তার অন্যসহচারীরা হলো
এনাম খাঁন (৩৮), পিতাঃ কাজল খাঁন,গ্রামঃইসলামাবাদ, শাহপরান,সিলেট,
ফাহিমা খাঁনম হেপি(৪০),পিতাঃকাজল খাঁন,গ্রামঃ ইসলামাবাদ, শাহপরান, সিলেট,
কাজল খাঁন, পিতাঃইন্তাজ আলী খাঁন, গ্রামঃ ইসলামাবাদ, শাহপরান, সিলেট।