সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর সুবিদ বাজারের ইউনিক টেলিকমের স্বত্বাধীকারী মো: জালাল আহমদকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছেন সুবিদ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। শনিবার সকাল ১১টায় সুবিদ বাজারে, ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
জুবায়ের আহমদের সভাপতিত্বে ও এ কে এম মাছুমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সুবিদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আলেখ মিয়া, সহ-সভাপতি ছাদিক মিয়া, জাহঙ্গীর আলোম, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুবের আহমদ, প্রচার সম্পাদক লিটন আহমদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক দিলাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ডা: মখলিছুর রহমান, নূরানী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম মাছুম, নির্বাহী কমিটির মনিরুল হক ভুঁইয়া, সহ সম্পাদক শাহরিয়ার শামিম, বাজার সমিতির সদস্য- বিজয় চন্দ্র দাস, শামিম আহমদ, সাদিন মিয়া, নূর আহমদ কবির, সামস্ আহমদ, মোহসিন মিয়া, তুফায়েল আহমদ, বজলুর রহমান বাবুল প্রমুখ।
বক্তরা বলেন, একজন সৎ, নিরীহ ব্যবসায়ী মো: জালাল আহমদ। দীর্ঘদিন ধরে সুবিদ বাজারে সুনামের সহিত ইউনিক টেলিকম তার ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করে আসছেন। এলাকায় এবং সুবিদ বাজারে তার কোন ধরনের আজ পর্যন্ত অভিযোগ নেই। কিন্তু টাকার প্রভাব খাটিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে আজ কারাগারে। এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ করেন পাশাপাশি অবিলম্বে তার নির্শত মুক্তির আহ্বান জানান নেতৃবৃন্দ।