সিলেট নগরীর সোবহানীঘাটে ট্রাফিক-পুলিশ ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সোবহানীঘাট পয়েন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিকআপ চালকের সঙ্গে সোবহানীঘাট পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এরই জের ধরে শ্রমিকরা সোবহানীঘাট পয়েন্টে সড়ক অবরোধ করে রেখেছেন।