সিলেট প্রতিনিধি : সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শুক্রবার রাতে নগরীর একটি রেস্টুরেন্টে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মনির উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী কাবুলের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি খলিলুর রহমান কাশেমী, গোলাম কিবরীয়া মাসুক, আমিনুল হক বেলাল, মিছবাহ আহমেদ, কামাল আহমদ, শাহীনুর রশীদ, আক্তার আহমদ প্রমূখ।
সভায় সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি মো. মনির উদ্দিন চৌধুরী বলেন- দেশের অর্থনীতিতে মুদ্রণ ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম, ডিজিটাল বাংলাদেশের সাথে এগিয়ে চলতে মূদ্রণ শিল্পের বিভিন্ন ক্ষেত্রে এখন আধুনিকতার ছোয়া লেগেছে, তাই ব্যবসায়ীদের প্রযুক্তির পাশাপাশি সৃজনশীলতা দিয়েও কাজ করে যেতে হবে।
বার্ষিক সাধারণ সভায় নতুন দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সমিতির সভাপতি মো. মনির উদ্দিন চৌধুরী ও সাবেক সভাপতি খলিলুর রহমান কাশেমী কে দিয়ে নির্বাচনী প্যানেল গঠন করা হয়। নির্বাচনী প্যানেল সমিতির সদস্যদের সর্ব সম্মতিতে দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি ঘোষনা করেন। কমিটির নব-নির্বাচিত সভাপতি মেহেদী কাবুল (গ্রাফিক্স ওয়ার্ল্ড), সহ-সভাপতি গোলাম কিবরিয়া মাসুক (সোনার বাংলা প্রেস), প্রদীপ রঞ্জন দাস (আর.আর অফসেট প্রেস), সাধারণ সম্পাদক আমিনুল হক বেলাল (উদয়ন অফসেট প্রেস), সহ-সাধারণ সম্পাদক কামাল আহমদ (মীম অফসেট প্রেস), সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম (মৌলভী প্রিন্টিং প্রেস), সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রেজু (রেজু প্রিন্টার্স), কোষাধ্যক্ষ মিছবাহ আহমদ (ইমন অফসেট প্রেস), সহ-কোষাধ্যক্ষ গোলাম আজম (পদ্মা প্রিন্টার্স), প্রচার সম্পাদক আক্তার আহমদ (মিলন অফসেট প্রেস), কার্যনির্বাহী সদস্য মো. মনির উদ্দিন চৌধুরী (অনুপম অফসেট প্রেস), ফজলে রাব্বি (সিলেট মুদ্রায়ণ), শাহিনুর রশীদ (শাহীন অফসেট প্রেস), রঞ্জিত দেবনাথ (কোম্পানীগঞ্জ অফসেট প্রেস), শহীদুল ইসলাম (রূপালী অফসেট প্রেস)। সভায় ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ গোলাম মাওলা চৌধুরী ইমু।