সিলেটের আলোঃঃ সিলেট-ফেঞ্চুগঞ্জ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মোগলাবাজার থানা পুলিশ। বৃহস্পতিবার মোগলাবাজার থানা এলাকার শিববাড়ির ষাটঘর নামক এলাকার রাস্তার পাশ হতে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ মানুষের লাশ উদ্ধার করা হয়।
থানা সুত্র জানায় মৃত ব্যক্তি বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে গ্যাবাডিন প্যান্ট চেক হাফ হাতা শার্ট ছিল। শার্টের পকেটে ANRIL স্প্রে, MAXIMA-40 ও ডমিলিন ট্যাবলেট পাওয়া গিয়েছে।
মৃত ব্যক্তির কোন পরিচয় না পেয়ে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। কেউ মৃত ব্যক্তিকে চিনে থাকলে মোগলাবাজার থানায় ০১৭১৫-১২৮৮৯০ এবং ০১৭৯১-১১১৩৪৯ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।