স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নগরীর তালতলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাব্বীর আহমদ ফয়েজ সকল সদস্যের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন।
সভায় সর্বসম্মতি ক্রমে শেখ মো. লুৎফুর রহমান’কে সভাপতি (নির্বাহী সম্পাদক, সিলেট পোস্ট ২৪ ডট কম), নূরুদ্দীন রাসেল’কে সাধারণ সম্পাদক (প্রধান সম্পাদক. ডেইলী স্বর্ণালীদিন ডট কম ও বাংলার আওয়াজ ২৪ ডট কম) ও নিজামুল হক লিটন’কে কোষাধ্যক্ষ (সম্পাদক ও প্রকাশক লাইভ নিউজ ২১ ডট কম) হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ সভাপতি শাব্বীর আহমদ ফয়েজ (সম্পাদক ও প্রকাশক, সুরমার ডাক ২৪ ডট কম), সহ সভাপতি ইমরান আহমদ (নিউজ ইনচার্জ, সিলেট ভিউ ২৪ ডট) ও সৈয়দ বাপ্পি (ভারপ্রাপ্ত সম্পাদক নিউজ মিরর ২৪ ডট কম), সহ সাধারণ সম্পাদক কাইয়ুম উল্লাস (সম্পাদক ও প্রকাশক নিউজ এ্যাকশন ২৪ ডটকম)।
জেলা সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ মোর্শেদ (আলোকিত সময় ডটকম) সিলেট, কাওছার আহমদ টিপু (হবিগঞ্জ প্রতিনিধি, পরিবর্তন ডট কম) হবীগঞ্জ, শরীফ আহমদ (বার্তা সম্পাদক, বাংলাদেশ নিউজ ডট কম) মৌলভীবাজার ও কুলেন্দ্র শেখর বিশ্বাস (সম্পাদক নিউজ ব্রস্টকাস্টিং সার্ভিস) সুনামগঞ্জ, দফতর সম্পাদক, এম এ রউফ (সম্পাদক সিলেট নিউজ ৭১ ডট কম), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনছুর আলী মাছুম (যুগভেরী ডট কম) প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রমজান আলী (সিলেট পোস্ট ২৪ ডট কম) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালমান আহমদ চৌধুরী (বার্তা সম্পাদক, ভোরের পাতা ডট কম) শিক্ষা ও সাহিত্য সম্পাদক জাকিয়া সুলতানা সীমা (সুরমার ডাক ২৪ ডট কম) সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ সফাত উল্লাহ (টুডে সিলেট ডট কম), নির্বাহী সদস্য যথাক্রমে এস এম জহুরুল ইসলাম (নির্বাহী সম্পাদক হলি সিলেট) মো. সাইফুর রহমান (সম্পাদক ও প্রকাশক, সিলেট ২৪ নিউজ ডটকম), মিঠু দাস জয় (বর্তমান চিত্র ডট কম), আব্দুল আহাদ (স্টাফ রিপোর্টার, সিলেট সুরমা ডট কম) শাহরিয়ার চৌধুরী সাব্বির (সিলেট পোস্ট ২৪ ডট কম), আজমল আহমদ রুমন (বাংলার আওয়াজ ২৪ ডটকম)।
উপজেলা সাংগঠনিক সম্পাদকরা হলেন, নাজমুল ইসলাম (সংবাদ মেইল ২৪ ডট কম) কুলাউড়া, শহিদুর রহমান সুহেদ, (সুরমার ডাক ২৪ ডটকম) গোলাপগঞ্জ, জুবেল আহমদ সেকেল (সুরমা নিউজ ২৪ ডট কম) ওসমানীনগর, রজত দাস ভূলন (সম্পাদক, বালাগঞ্জ নিউজ ২৪ ডট কম) বালাগঞ্জ, জাহাঙ্গির আলম খায়ের (সম্পাদক বিশ্বনাথ ভিউবি ডট কম) বিশ্বনাথ, আলী হোসেন (মিলেনিয়াম টিভি, কোম্পানীগঞ্জ প্রতিনিধি) কোম্পানীগঞ্জ, আলা উদ্দিন আলাই (প্রতিনিধি সুরমার ডাক ২৪ ডটকম) কানাইঘাট, করিম মাহমুদ লিমন (সম্পাদক জাফলং ভিউ২৪ ডট কম) গোয়াইনঘাট, মো. শাহ জাহান মিয়া (ড্রিম সিলেট ডট কম জগন্নাথপুর প্রতিনিধি) জগন্নাথপুর, রেজাউল করিম রেজা (বার্তা সম্পাদক, ছাতক সুরমার ডাক ২৪ ডটকম) ছাতক। অন্যান্য উপজেলায় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার কাজ চলছে। সাধারণ সভায় কমিটি গঠনের পর নতুন করে আরো সদস্য নেওয়ার সিদ্ধান্ত চুড়ান্ত হয়।