সিলেট মহানগর তাঁতী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পারভেজ আহমদ রাজুর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর তাঁতী লীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোঃ আবুল হাসনাত (বুলবুল) এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিজ্ঞপ্তিতে তারা বলেন, পারভেজ আহমদ রাজু অনন্ত অমায়িক, সৎ সাংগঠনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তি, তার স্বভাব চরিত্র অন্তত ভালো। তার বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক মামলা দায়েরে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই।