April 16, 2025, 4:57 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে বাংলানিউজইউএসডটকমের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন কুলাউড়াপৌর শ্রমিক দলের ইফতার মাহফিল ইসলাম ধর্ম গ্রহণকারী তিন পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পেলেন অধ্যাপক ফেরদৌসী সুলতানা দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির সভা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে ইদানিং আমাদের সমাজে নানামুখী অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে — ইউএনও ঊর্মি রায় অপরাধ দমনে শ্রেষ্ঠ হলেন সিলেটের বন্দর পুলিশ ফাঁড়ির আইসি মো: ইবাদুল্লাহ বালাগঞ্জে ধান চুরিতে বাঁধা দেয়ার হামলা, থানায় মামলা সিলেট -রাজশাহী কালেকশনে কোটি কোটি টাকার হেরোইন ব্যবসা মাল বহন করছে নারীরা সিলেটে সাবেক এমপি মানিকের পিএস এর ভাই রজব আলী গ্রেফতার সিলেটবাসী পেল মেট্রোপলিটন কারাগার
সিলেট -রাজশাহী কালেকশনে কোটি কোটি টাকার হেরোইন ব্যবসা মাল বহন করছে নারীরা

সিলেট -রাজশাহী কালেকশনে কোটি কোটি টাকার হেরোইন ব্যবসা মাল বহন করছে নারীরা

সিলেট -রাজশাহী কালেকশনে কোটি কোটি টাকার হেরোইন ব্যবসা
মাল বহন করছে নারীরা

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:

মাদক বা চোরা কারবার অভিযান প্রশাসন কর্তৃক পরিচালিত হলেও বেশিরভাগ অভিযানে বহনকারীর নামেই মামলা হয়ে থাকে আর এতে করে পার পেয়ে যায় গডফাদাররা।
মাদক বিরোধী অভিযানে দেশের বিভিন্ন স্থানের ন্যায় সিলেটে ও হেরোইনের কোন চালান আটক হয়নি বেশ কিছুদিন থেকে বলে নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট জেলা পুলিশ, সিআইডি, কাস্টম, সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থার সিনিয়র কর্মকর্তাদের অনেকেই।
এতে করে সেবনকারীর সংখ্যা ও নাই বললেই চলে। যারা হেরোইনের মত মাদক সেবন করতেন তারা ইয়াবা ট্যাবলেট বা অন্য কোন মাদকের দিকে আসক্ত হয়ে গেছেন হেরোইনের বাজার না থাকাতে।
এক সময় সিলেটে হিরোইন সম্রাট কবির সহ অনেক জনপ্রতিনিধি,সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, তৎকালীন সরকারদলীয় অনেক নেতা ও ক্যাডারা এই ব্যবসা পরিচালনা করতো।
হেরোইন ব্যবসার সংবাদ প্রকাশ করতে গিয়ে সিলেটে অনেক সাংবাদিক হামলা – মামলা ও অপহরণের মতো ঘটনা র শিকার ও হয়েছেন। যা বর্তমানে সিলেটে মাদকের বিলুপ্ত পণ্য হিসেবে হেরোইন কে সবাই মনে করলেও নিরবে চলছে হেরোইন ব্যবসার এই হাট সিলেটের মৌলভীবাজার তথা কুলাউড়া অঞ্চলে।কুলাউড়ার এক মহিলা হেরোইন ক্রয় করতে গিয়ে রাজশাহীতে আটক হওয়ায় ৫ কোটি টাকার হেরোইন সহ এমন ধারণা তৈরি হয়েছে অনেকের মধ্যে।
সম্প্রতি রাজশাহী জেলা পুলিশের অভিযানে পাঁচ কোটি টাকার হেরোইন সহ মৌলভীবাজারের কুলাউড়া থানা রবির বাজার এলাকার পৃথিমপাশার এক বয়স্ক নারী রাজশাহীর গোদাগাড়ী মডেল থানা এলাকায় আটকের পর বিষয়টি প্রকাশ পায়। রাজশাহীর ওই মহিলার কাছ থেকে কুলাউড়ার মহিলা ৫ কোটি টাকা হেরোইন ক্রয় করে নিয়ে আসছিল সিলেটের উদ্দেশ্যে পথিমধ্যে বাধা
হয়ে দাঁড়ায় গোদাগাড়ী মডেল থানা পুলিশ। অভিযানে ৫ কোটি টাকার হেরোইন আটকের পর জানা যায় রাজশাহী -সিলেট কালেকশনে চলছে হেরোইন ব্যবসার হাট। ব্যবসার কৌশল হিসেবে মাদকদ্রব্য হেরোইন বহন করছে বয়স্ক নারীরা।
রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা এলাকার সুলতানগঞ্জ গাঙ্গো বাড়ি রোড পাড়া থেকে গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক এর মসজিদের সামন থেকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় এলাকার সুলতানগঞ্জ গাঙ্গো বাড়ি গ্রামের মোহাম্মদ আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম (৫৩) সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার দক্ষিণ লংলার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু (৫৫) কে ৫ কোটি টাকার হিরোইন সহ আটক করেন গোদাবাড়ি মডেল থানা পুলিশের চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন। অভিযানে ওসির সাথে এস,আই রফিকুল ইসলাম সহ অনেকেই ছিলেন। এ সময় তাদেরকে তল্লাশি করে তাদের হেফাজতে রাখা ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি হেরোইন পাওয়া যায়।
আটকদের বিরুদ্ধে মাদক দেখবো নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
আটক তাহমিনা বেগম মিনুর বিরুদ্ধে কুলাউড়া থানায় পূর্বে থেকে কোন মাদক মামলা আছে কিনা জানতে চাইলে কুলাউড়া সার্কেলের অ্যাডিশনাল এসপি কামরুল হাসান জানান, কুলাউড়ার পৃথিমপাশা গ্রামের তাহমিনা বেগম মিনুর বিরুদ্ধে কুলাউড়া থানায় এ ধরনের কোন মামলা নেই। পুলিশের কাছে সে পরিচিত না।

এতে করে ধারণা করা হচ্ছে তাহমিনা বেগম মিনু বয়স্ক নারী থাকায় ব্যবসার কৌশল হিসেবে তাকে দিয়ে মাদক ব্যবসায়ীরা মাল বহন করাচ্ছে।
তবে শুধু বহনকারীদের বিরুদ্ধে নয় প্রকৃত মাদক ব্যবসায়ী ও গডফাদারের মুখোশ উন্মোচন চায় সচেতন জনতা।
রাজশাহী জেলা পুলিশের এসপি ফারজানা ইসলাম এ প্রতিবেদককে জানান, ২০২৪ সালের বিজয়ের মাস ডিসেম্বরে যোগদানের পর থেকে রাজশাহীতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে।
২৫ তম বিসিএস এর এ কর্মকর্তা জানান, কাজ করছি একজন পুলিশ কর্মকর্তা হিসেবে নারী হিসেবে নয়। গোদাগাড়ী মডেল থানা এলাকায় ৫ কোটি টাকার হেরোইন আটকের অভিযান আমাদের নিয়মিত ধারাবাহিক অভিযানের অংশ বিশেষ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com