সিলেটর আলো রিপোর্ট ঃঃ সিলেট রেলওয়ে স্টেশনে অবৈধ গাড়ি পার্কিং বাড়ছে নানান অপরাধ, যেন দেখার কেউ নেই রেলওয়ে স্টেশনে গড়ে উঠেছে অবৈধ ভাবে গাড়ি পার্কিং। এর ফলে দিন দিন বাড়ছে নানান অপরাধ মূলক কার্যক্রম। রেল স্টেশনের পার্কিং লিজ দেয়ার কথা থাকলেও দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কোন অদৃশ্য কারণে দেশের তৃতীয় বৃহত্তম এই রেলওয়ে স্টেশনটির পার্কিং লিজ দেয়া হয়নি। এতে স্টেশনে গড়ে উঠেছে অবৈধ ভাবে বিভিন্ন ধরণের গড়ি স্ট্যান্ড। আর এ স্ট্যান্ডে কিছু রেজিষ্ট্রেশনকৃত গাড়ির পাশাপাশি বেশীর ভাগ রয়েছে রেজিষ্ট্রশন বিহীন (অনটেস্ট) ও ফিটনেস বিহীন গাড়ি। এর ফলে এখানে ছিনতাই, জিম্মি করে টাকা আদায় ও সড়ক দূর্ঘটনার মত ঘটনা ঘটছে।
জানা গেছে, সিলেট রেলওয়ে স্টেশন থেকে মৌলভীবাজারের কুলাউড়ায় যাতায়াত করে ওই স্ট্যান্ডের মাক্রোবাস, সিএনজিসহ বিভিন্ন ধরণের যানবাহন। এতে গাড়িগুলো সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক হয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় যাতায়াত করে। ওই সড়কের অধিকাংশ যাত্রীরা ট্রেইন ধরতে পারলে পার্কিংয়ের গাড়ির মাধ্যমে যাতায়াত করে থাকেন। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক পাহাড়ি ও নির্জন হওয়ায় অনেক সময় যাত্রীরা ছিনতাইসহ জিম্মি শিকার হন। তাছাড়া, অনেক সময় হত্যার ঘটনাও ঘটে। রেজিষ্ট্রেশন বিহীন গাড়ি হওয়ায় অনেক সময় প্রশাসনের পক্ষে ব্যবস্থা নেয়া দুষ্কর হয়ে পড়ে। এছাড়া, রেজিষ্ট্রেশন বিহীন (অনটেস্ট) গাড়ির যাতায়াত বেশী হওয়ায় সড়কে দুর্ঘটনা সংখ্যাও বেড়ে গেছে বলেও সংশ্লিষ্টরা বলেন। তাছাড়া, রেজিষ্ট্রেশন বিহীন (অনটেস্ট) মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সা গাড়ির অবাধ যাতায়াত বন্ধের জন্য, সিলেট-ফেঞ্চুগঞ্জ ও কুলাউড়া বাস মালিক সমিতির নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশন, এসএমপি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক),জিআরপি থানা ও সিলেট রেলওয়ে স্টেশন মাস্টারকে স্বারক লিপি প্রদান করেন।
সিলেট-ফেঞ্চুগঞ্জ ও কুলাউড়া বাস মালিক সমিতির সভাপতি মো: রিহাদ আহমদ জানান, সিলেট-ফেঞ্চুগঞ্জ ও কুলাউড়া সড়কে আগের যে কোন সময়ের চেয়ে বর্তমানে অনেকগুণ গাড়ি বেড়েছে। এর মধ্যে মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সা বেশি। তবে, এগুলোর মধ্যে বেশির ভাগ গাড়ি রেজিষ্ট্রেশন বিহীন। তিনি বলেন, তদারকি না থাকায় দিন দিন এই সড়কে রেজিষ্ট্রেশন বিহীন গাড়ির সংখ্যা বাড়ছে। এতে বড় গাড়ি গুলোর যাতায়াতে সমস্যা দেখা দেয়। এজন্য দিন দিন সড়ক দুর্ঘটনার হার বাড়ছে। এজন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার জন্য আহবান জানান।