সিলেট প্রতিনিধি : ‘মানুষের জন্য মানুষ’-এই শ্লোগানকে সামনে রেখে উদ্যমী তরুণ ও যুবকদের নিয়ে আত্মপ্রকাশ করেছে সিলেট সুরমা ক্লাব। সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে বুধবার রাতে নগরীর সুরমা টাওয়ারস্থ ক্লাব কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক খালেদ আহমদের সভাপতিত্বে ও মোঃ এনামুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক কবির আহমদ। এসময় উপস্থিত ছিলেন- ডা. ফারহানা বেগম হেনা, নাট্যকার আব্দুর রব তাপাদার, রাসেল আহমদ, শিপন আহমদ, হুমায়ুন রশিদ, ইমাদ উদ্দিন, হোসাইন আহমদ, খুরশেদ আহমদ, শাহেদ আহমদ, সারোয়ার হোসেন বাদল, খালেদ মনি, জহির খান, মেহেদী হাসান মোহন, সানোয়ার হোসেন অনিক, মামুনুর রশিদ মামুন, রায়হান আহমদ, সেলিম আহমদ আসিফ প্রমুখ। এদিকে সভায় আগামী ৫ অক্টোবর মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের সহযোগিতা করতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তের আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। এ জন্য নিজ নিজ উদ্যোগে ফান্ড কালেকশনের কার্যক্রম চালাতে অনুরোধ করা হয়। আগামী সপ্তাহে ক্লাবের পুর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়ে