সিলেটের আলোঃঃ সিলেট শহরতলী থেকে ২৫ লক্ষ টাকামূল্যের পলিথিন জব্দ করেছে র্যাব-৯। এসময় ফ্যাক্টরী সিলগালা ও মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলার পিরের বাজারস্থ চৌধুরীপাড়ার এবিসি প্রিন্টিং ও প্যাকেজিং নামক পলিথিন ফ্যাক্টরিতে অভিযান ও আর্ধিক জরিমানা করা হয়।
র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম পিএসসি, এএসসি এর নেতৃত্বে সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইন এবং মো. মেজবাহ উদ্দিন (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিলেট জেলা), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তর এবং পরিবেশ সং. অধি. সিলেট এর সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করেন।
এসময় এবিসি প্রিন্টিং ও প্যাকেজিং পলিথিন ফ্যাক্টরি হতে ১০ টন পলিথিনের কাঁচামাল, ১ টন পলিথিনের রুল, দেড়টান পলিথিন ব্যাগ জব্দ করা হয়। যার বাজারমূল্য ২৫ লক্ষ টাকা।
ফেক্টরির মালিক ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চৌধুরিপাড়ার এম এ হামিদকে পরিবেশ সংরক্ষণ আইনে নগদ ২ লক্ষ টাকা জরিমানা করেছে। পরে ফেক্টরিটি সিলিগালা করে বন্দ করে দেওয়া হয়েছে।
র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।