April 20, 2025, 7:58 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে বাংলানিউজইউএসডটকমের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন কুলাউড়াপৌর শ্রমিক দলের ইফতার মাহফিল ইসলাম ধর্ম গ্রহণকারী তিন পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পেলেন অধ্যাপক ফেরদৌসী সুলতানা দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির সভা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে ইদানিং আমাদের সমাজে নানামুখী অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে — ইউএনও ঊর্মি রায় অপরাধ দমনে শ্রেষ্ঠ হলেন সিলেটের বন্দর পুলিশ ফাঁড়ির আইসি মো: ইবাদুল্লাহ বালাগঞ্জে ধান চুরিতে বাঁধা দেয়ার হামলা, থানায় মামলা সিলেট -রাজশাহী কালেকশনে কোটি কোটি টাকার হেরোইন ব্যবসা মাল বহন করছে নারীরা সিলেটে সাবেক এমপি মানিকের পিএস এর ভাই রজব আলী গ্রেফতার সিলেটবাসী পেল মেট্রোপলিটন কারাগার
সিসিক নির্বাচনে ১৭ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের ।। দেয়া হবে মেয়র প্রার্থীও

সিসিক নির্বাচনে ১৭ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের ।। দেয়া হবে মেয়র প্রার্থীও

সিলেটের আলো রিপোর্ট : আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়রসহ ২৭ ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেবে খেলাফত মজলিস। এরই অংশ হিসেবে নির্বাচন বিষয়ে পরামর্শ সভায় ১৭টি ওয়ার্ডের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া মেয়র এবং বাকি ১০টি ওয়ার্ডের প্রার্থী চূড়ান্ত হলেই নাম ঘোষণা করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

১৭ টি ওয়ার্ডে দলের মনোনিত প্রার্থীরা হচ্ছেন- ১নং ওয়ার্ডে ওয়ার্ড সাধারণ সম্পাদক ও কোতোয়ালি পশ্চিম থানার অফিস-প্রচার সম্পাদক ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ, ২নং ওয়ার্ডে মহানগর নির্বাহী সদস্য ও কতোয়ালি পশ্চিম থানা সভাপতি মাওলানা মুহাম্মদ খায়রুল ইসলাম, ৪নং ওয়ার্ডে মহানগর সহ সভাপতি মুহাম্মদ একরামুল হক, ৫নং ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি ও বিমানবন্দর থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী, ৬নং ওয়ার্ডে মহানগর নির্বাহী সদস্য ও বিমান বন্দর থানা সভাপতি জুবায়ের আহমদ, ৭নং ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি মাওলানা আবু তাহের তক্বি, ১০নং ওয়ার্ডে ওয়ার্ড সহ সভাপতি হাফিজ হাবিবুর রহমান রমজান, ১৩নং ওয়ার্ডে ওয়ার্ড সাধারণ সম্পাদক এমদাদুর রহমান তানভীর, ১৫নং ওয়ার্ডে ওয়ার্ড উপদেষ্টা মাওলানা মোহাম্মদ বিন জাকির চৌধুরী মক্কী, ১৬নং ওয়ার্ডে ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, ১৭নং ওয়ার্ডে কতোয়ালি পূর্ব থানা সাধারণ সম্পাদক তৌহিদ আহমদ চৌধুরী, ১৯নং ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি মুহাম্মদ রেজওয়ানুল হক, ২০নং ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি সৈয়দ কামরুল ইসলাম, ২১নং ওয়ার্ডে শাহপরাণ পশ্চিম থানা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ মাসুম, ২৫নং ওয়ার্ডে ওয়ার্ড সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ, ২৬নং ওয়ার্ডে মহানগর সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা বেলাল আহমদ চৌধুরী ওয়েছ, ২৭নং ওয়ার্ডে ওয়ার্ড সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতহারুজ্জামান খান আবিদ।

খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে স্থানীয় একটি হলরুমে অনুষ্টিত পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোনের ইনচার্জ মুহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন।

পরামর্শ সভায় বক্তারা দূর্নীতিমুক্ত ও জবাবদিহীমূলক সিটি কর্পোরেশন গড়ে তোলা,নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং ব্যাপক কর্মসংস্হান সৃষ্টির প্রত্যয়ে নগরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

মহানগর সহ সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমানের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগরীর সহ সভাপতি মুহাম্মদ একরামুল হক,নগর সাংগঠনিক সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা বেলাল আহমদ চৌধুরী ওয়েছ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস দক্ষিণ সুরমা থানা সভাপতি মাওলানা আজমত উল্লাহ ক্বাসেমী,সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক,বিমান বন্দর থানা সভাপতি জুবায়ের আহমদ,সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম,কতোয়ালি পশ্চিম থানা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম,সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম,শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক খান কামরুজ্জামান,শাহপরান পশ্চিম থানা সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মাসুম,কোতোয়ালি পূর্ব থানা সাধারণ সম্পাদক তৌহিদ আহমদ চৌধুরী,জালালাবাদ থানার অফিস ও প্রচার সম্পাদক মাওলানা শামসুজ্জামান সাজু প্রমুখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com