সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের টানা কয়েক দিনের প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে ছুটে গেছেন সুনামগঞ্জ-০৪(সদর ও শ্বিম্ভরপুর) সাংসদ সদস্য এডঃ পীর ফজলুর রহমান মিছবাহ। তিনি আজ সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ প্রত্যন্ত এলাকা পরিদর্শন করেন। এসময় দলীয় কর্মীরা উপস্থিত ছিল। পরে তিনি উপজেলা প্রশাসন,উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিশ্বম্বরপুর উপজেলায় বৈঠক করেন এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবাইকে সর্তক থাকার নির্দেশ দেন। সেই সাথে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগীতার হাত বাড়াতে সবাইকে নির্দেশ দেন। সুনামগঞ্জ-০৪(সদর ও শ্বিম্ভরপুর) সাংসদ সদস্য এডঃ পীর ফজলুর রহমান মিছবাহ বলেন,বন্যা পরিস্থিতি যতই অবনতি হউক না কে সবাই সর্তক থাকলে সকল পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। আমি সব সময় ক্ষতিগ্রস্থদের পাশে আছি থাকব।