ছাদেকুল ইসলাম রুবেল ,গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি বাজারের পার্শ্ববর্তী এলাকায় একটি ডোবা থেকে সিপাত মিয়া নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ডোবা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
শিশুটি ওই গ্রামের জান্নাত আলীর ছেলে।
স্থানীয় লোকজন জানায়, জান্নাত আলী স্ত্রী শাহিনুর বেগমসহ তার নিজস্ব চায়ের দোকানে কাজ করছিল। সকালে তাদের সাথে বাচ্চাও ছিল। হঠাৎ শিশুটিকে দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা চায়ের দোকানের পাশে ডোবায় শিশু সিপাত মিয়ার ভাসমান লাশ দেখতে পায়।