দোয়ারাবাজারে সুপারী পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবুল হাশেম(৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। মৃত আবুল হাশেম উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া (পশ্চিম মহল্লা) গ্রামের আবু বক্কর হুজুরের বাড়িতে আবু বক্করের জামাতা নেছার আহমদের লিজ নেয়া একটি ফার্মের মুরগীর খামারে সে কর্মরত ছিল। বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর)সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে আবু বকরের অনুরোধে গাছের সুপারি পাড়তে গিয়ে পার্শ্ববর্তী শিমুল গাছ বেয়ে সুপারি গাছে উঠার চেষ্টাকালে দূর্ঘটনার শিকার হয়।শিমুল গাছ ও বিদ্যুতের তারের সাথে লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল,খবর পেয়ে দোয়ারাবাজার থানার এস আই মঞ্জুরুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের বাংলাবাজার কেন্দ্রে দায়িত্বে থাকা আব্দুর রাজ্জাক বলেন,সকালে বিদ্যুৎলাইন চালু ছিল।সুপারী পাড়তে গিয়ে নিহতের ঘটনায় বলেন, এ ব্যাপারে আমাদের বিদ্যুৎ কেন্দ্রে জানানোর সাথে সাথেই আমরা বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয় তবে সুপারী গাছে উঠার আগে আমাদের জানালে এমন ঘটনা ঘটতো না। দোয়ারাবাজার থানার ওসি মোঃআবুল হাশেম মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,খবর পেয়ে লাশ করে উদ্ধার ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায়ই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।