মোহাম্মদ ইমাদ উদ্দীন
স্বাধীনতা তুমি অর্জিত হয়েছ,
লাখো শহীদের রক্তের বিনিময়ে।
স্বাধীনতা তুমি অর্জিত হয়েছ,
লাখো মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে।
এখনো ভূলে নি ৭১’র ২৫ মার্চ
কালো রাতের স্মৃতি বাঙ্গালী জাতি।
হয়ত ভূলতে পারবে না আজীবন।।
নিরস্ত্র বাঙ্গালীর ওপর
জল্লাদ বাহিনীর বর্বরোচিত নগ্ন হামলা।
স্বাধীনতা তুমি অর্জিত হয়েছ,
রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এই বাংলাদেশ।
স্বাধীন সর্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে,
স্থান পেয়েছ পৃথিবীর মানচিত্রে।
Related