সিলেটর আলো :: নগরের হাউজিং এস্টেট এলাকায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম রশিদ আহমদের উপর হামলা চালিয়েছে দৃবর্ত্তরা।
রবিবার (১৯ আগস্ট) মধ্য রাতে হাউজিং এস্টেটস্থ স্বপ্নের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে সেচ্ছাসেবক লীগ নেতা রশীদের শরীরের বিভিন্ন স্থানে দৃবর্ত্তরা দারালো অস্ত্র দ্বারা আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্বার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার সতত্যা নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।