সিলেটের আলো:: সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মাছুম আহমদ আহত হয়েছেন। আজ রবিবার সকালে হাসপাতালে যাওয়ার পথে নিজ বাড়ির সামনে বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের তিনি মোটর সাইকেল নিয়ে পড়ে যান। এতে তার বাম হাতের দুই জায়গায় হাড় ভেঙ্গে যায়। বর্তমানে তিনি সিলেটের ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, বাড়ির সামনের রাস্তায় ভাঙ্গা অংশে পড়ে গিয়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলের সামনের অংশ তার বাম হাতের উপরে পড়ে গেলে হাতের দুই জায়গার হাড় ভেঙ্গে যায়। স্থানীয় উদ্ধার েকরে তাকে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে সিলেট নিয়ে যান। তার বাম হাতের ক্ষতিত্রস্থ অংশ পরিস্কার করে চিকিৎসা দেয়া হয়েছে। আগামী এক সপ্তাহ পর হাতের ভাঙ্গা অংশে অস্ত্রপচার করা হবে।