সিলেটের আলো রির্পোট : ঢাকা-সিলেটে রেলপথের হবিগঞ্জের মাধবপুর উপজেলার রেলপথের হরষপুর স্টেশনের শিয়ালহুড়ি নামক স্থানে সকাল সাড়ে ১১ টায় রেল লাইনে কাটা পড়ে মিথুল বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে মাধবপুর উপজেলার শিয়ালহুড়ি গ্রামের শরীফ মিয়ার মেয়ে।
হরষপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার পরশ আলী শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১১টায় সিলেট থেকে ঢাকাগামী কালনী পরিবহণের ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। পুলিশকে খবর দেয়া হয়েছে।
স্থানীয়রা বলেন, প্রায় দেড় বছর পূর্বে বি-বাড়িয়া জেলার সৌদি প্রবাসী রায়হান উদ্দিন রাফির সাথে মিথুলের বিয়ে দেয়া হয়। এর পর থেকেই স্বামীর বাড়ির লোকজনের সাথে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে ১০/১২ দিন পূর্বে সে পিত্রালয়ে চলে আসে।