হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল থানার মিরপুর বাজার এলাকা থেকে শুক্রবার রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯(র্যাব) এর সদস্যরা অভিযান চালিয়ে ডাকাতি মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত-মো. মামুন ওরফে সেতার মিয়া(৪০), সে হবিগঞ্জের বাহুবল উপজেলার গোহারোয়া গ্রামের মো. আব্দুল নুর ওরফে মকবুল হোসেনের ছেলে। র্যাব-৯ এর সিনিয়র পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জের বাহুবল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।