সিলেট প্রতিনিধি : হবিগঞ্জ-সিলেট আসনের সংরক্ষিত এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর জ্ঞান ফিরেছে এবং তিনি এখন অনেকটাই সুস্থ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে. মাহবুবুল হক বলেন, কেয়া চৌধুরী আশংকামুক্ত। এখন অনেকটা সুস্থ আছেন। সারাদিন ব্যস্ত থাকায় শরীর দুর্বল হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এখন তার জ্ঞান আছে। তিনি আরো বলেন, তার শরীরে আঘাতের চিহ্ন নেই।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবলের মিরপুর বেদেপল্লিতে এমপি কেয়া চৌধুরীর সভায় হামলা চালায় স্থানীয় যুবলীগ। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় মিরপুর বাজারে চৌমুহনায় প্রতিবাদ সভার আয়োজন করে কেয়া চৌধুরীর অনুসারীরা। সভায় তিনি বক্তব্য প্রদানকালে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর তাকে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৯টায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।