January 23, 2025, 8:34 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’বেরিয়েছে ওসমানী হাসপাতালের নার্স আছমা আলহারামাইন থেকে বহিস্কার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে ব্যারিষ্টার এম এ সালামের মতবিনিময় সুনামগঞ্জের গামাইরতলা সীমান্তে ভুয়া পুলিশ সহযোগী সহ আইনশৃঙ্খলা বাহিনীর খাঁচাতে জনগনের কাছে তথ্য অধিকার আইন সম্পর্কে সঠিক ধারনা দিতে হবে: সিলেটে তথ্য সচিব সিলেটের যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক শামীম “”বিদায় বেলায় ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা আর ভালোবাসা সিক্ত যিনি সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুললের সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দোয়া মাহফিল শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন দক্ষ সংগঠক ও অভিনয়শিল্পী কামাল জৈন্তাপুরে বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
হাসপাতালে রোগী ব্যবহারের লিফটে তোলা হয় কনস্ট্রাকশনের ইট!

হাসপাতালে রোগী ব্যবহারের লিফটে তোলা হয় কনস্ট্রাকশনের ইট!

২৫০ শয্যা হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে রোগীর ব্যবহারের লিফট দিয়ে তোলা হচ্ছে একটি সাইটের কনস্ট্রাকশনের ইট! বিষয়টির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। আর এতে করে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও রোগীদের স্বজনসহ সচেতন মহল। যদিও বিষয়টি নজরে এলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ ও সদর থানা পুলিশ লিফট দিয়ে ইট তোলার কার্যক্রম বন্ধ করে দেন।

জানা গেছে, ২৫০ শয্যা হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের নতুন ভবণের ৭ম তলায় আইসিইউ আইস্যুলেশন ওয়ার্ডে নির্মাণ করছে মানিকগঞ্জের পিউ ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। আর এ কাজের তদারকি করছে হবিগঞ্জ গণপূর্ত বিভাগ। শুক্রবার দিবাগত রাতে নির্মাণ কাজের শ্রমিকরা হাসপাতালের ২টি লিফটের মধ্যে একটি দিয়ে ইটসহ বিভিন্ন যন্ত্রাংশ ৭ম তলায় বহনের কাজ করছিল। আর এতে করে হাসপাতালে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনরা লিফট ব্যবহার করতে না পেরে চরম দূর্ভোগে পড়েন। এছাড়াও লিফট দিয়ে ভাড়ি জিনিসপত্র তোলায় লিফটটি অকেজো হওয়ারও আশঙ্কা করেন অনেকে। রাতেই কয়েকজন রোগী ও তাদের আত্মীয়-স্বজন শ্রমিকদের বাঁধা দিলে তারা লিফটে ইট রেখেই পালিয়ে যায় শ্রমিকরা।

এ বিষয়ে পিউ ট্রেডার্স ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইড ম্যানেজার সুমন আহমেদ বলেন, ‘আমাদের সকল মালামাল মাথায় করে ৭ম তলায় তোলা হয়েছে। আমি সাইটে না থাকায় শ্রমিকরা লিফটটি ব্যবহার করেছে। তবে বিষয়টি আমি জানার সাথে সাথে লিফট ব্যবহার করতে তাদের নিষেধ করেছি’।

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্ববধায়ক আমিনুল হক সরকার বলেন, ‘ইতিপূর্বেও শ্রমিকরা লিফট দিয়ে ইট বহন করে। আমরা জানতে পেরে তাদের শ্রমিকদের নিষেধ করি। তারপরও তারা লিফট ব্যবহার করছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে’। গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাকিবুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। তবে ইতিমধ্যে বিষয়টি নজরে এসেছে। আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে কথা বলে যথযাথ ব্যবস্থা গ্রহন করবো’।

সচেতন মহল বলছেন, হাসপাতালের কনস্ট্রাকশনের কাজের ইট লিফট দিয়ে তোলা হচ্ছে এটা দুঃখ জনক। তারা বলেন, মানুষজন যেখানে পায়ে হেটে ৭ম/৮ম তলায় যাচ্ছে সেখানে ঠিকাদারী প্রতিষ্ঠান কোন খুটির জোরে তারা লিফট দিয়ে ইট তোলে। প্রসঙ্গত, সপ্তাহখানেক পূর্বেও হাসপাতালের ৭ম তলা থেকে ইট পরে হাসপাতালে আসা নারী পুরুষ গুরুতর আহত হন। তাৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com