কাগইল (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল রবিবার বগুড়ার গাবতলী কাগইলের হিজলী দক্ষিনপাড়া বায়তুন নূর জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ সুরাইয়া জেরিন রনি। এ সময় উপস্থিত ছিলেন কাগইল নায়েব উল্যা সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, শিক্ষক আইযুব আলী, সমাজসেবক লুৎফর রহমান, আব্দুল বারী, হায়দার আলী, হারুন, ডাঃ আবুজার, ধলু, জাফর, আইনুর, রেজাউল, বাবলু, সবুজ, আরিফুল, ইউনুছ, জাহিদুল, মেহেদুল, শাহাবুদ্দিন, সাহাদত, ফারুক, মিনারুল, ইউসুফ প্রমূখ। মসজিদটি নির্মানের জন্য বগুড়া-৭ (গাবতলী এলাকার) এমপি এড্যাভোকেট মুহাম্মাদ আলতাফ আলী ২০হাজার টাকা ও ২টি সোলার প্রদান করেছেন। উদ্বোধন কালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি মসজিদের নির্মান কাজের জন্য ১০হাজার টাকা বরাদ্দ প্রদানের ঘোষনা দেন। এরপর তিনি গ্রামবাসীর সঙ্গে সৌজন্যে সাক্ষাতকালে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।