সিলেটের আলো::
হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট কারাগারে ৩ কয়েদি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২ জন হলেন দন্ডপ্রাপ্ত ফাঁসির আসামী ও ১ জন কয়েদী।
গত বৃহস্পতিবার রাতে ও আজ শুক্রবার দুপুরে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার আবু সায়েম।
তারা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুরের উপজেলার লোহারগাও গ্রামের আফিজ আলী ইউনুছকে (৪৯), দক্ষিন সুরমা উপজেলার শস্যউরা গ্রামের জুবেদ আলীর ছেলে মছব্বির আলী (৬৩) ও নগরীর শাহজালাল উপশহর এলাকার ৪৮ নম্বর বাসার বাসিন্দা হাজী মোহাম্মদ মনোয়ারুল হক।
জানা যায়- বৃহস্পতিবার বুকের ব্যাথা অনুভব করায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় সুনামগঞ্জের জগন্নাথপুরের উপজেলার লোহারগাও গ্রামের আফিজ আলী ইউনুছকে (৪৯)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে তিনি মারা যান। তিনি জগন্নাথপুরের একটি হত্যা মামলায় ফাসির দন্ডপ্রাপ্ত আসামী ছিলেন। ২০১৭ সালের ২৬ জুলাই থেকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন। এর আগে মঙ্গলবার বুকে ব্যাথা অনুভব করায় দক্ষিন সুরমার একটি নারী ও শিশু নির্যাতন মামলার ফাসির দন্ডপ্রাপ্ত আসামী ছিলেন মছব্বির আলীকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
বৃহস্পতিবার রাতেই বুকে ব্যাথা অনুভব হলে মোহাম্মদ মনোয়ারুল হককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে তিনি হাসপাতালে মারা যান। তিনি ওই এলাকার মন্তাজ আলীর ছেলে। এক কোটি ৫৭ লাখ টাকার চেক ডিজওনার মামলায় তার এক বছরের সাজা ছিল বলে কারাগার সূত্র জানিয়েছে।
এ ব্যপারে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার আবু সায়েম জানান, তারা তিন জনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাদেরকে জানিয়েছেন। শুক্রবার প্রত্যেকের লাশ পরিবারের কাছে সমঝে দেওয়া হয়েছে