মঙ্গলবার সকাল ১০টায় উদ্বোধন ও পুরোপুরি কাজ সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। নগরীতের জলাবদ্ধতাদূরীকরণে ড্রেইনের রাস্তা বসুখাল, মুক্তার বিলের খাড়া, লালা দিঘীর পাড় নতুন খাল, গাভিয়ার খাল, পশ্চিম লালাদিঘীর পাড় পর্যন্ত হবে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। জলাবদ্ধতাদূরীকরণে নগরবাসী অনেকে নিজস্ব জায়গা প্রদান করেছেন এজন্য মেয়র সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকান্দর আলী, ব্যবসায়ী মো. খালেদুর রহমান কুহিনুর ও এলাকার গণমান্য, মুরব্বী, যুব সমাজ উপস্থিত ছিলেন।