স্টাফ রিপোর্টার প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সুনামগঞ্জের নোয়াখালী-জামলাবাজ সেতু। এই সেতুটি নিমিত হলে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক, পাথারিয়া ও জয়কলস ইউনিয়নের হাজার হাজার মানুষ উপজেলা সদরের সাথে সহজে ও স্বল্প সময়ে যোগাযোগ করতে পারবেন। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে নোয়াখালী, জামলাবাজ, মির্জাপুর, মানিকপুর, ফতেপুর, উজানীগাঁও গ্রামের মানুষের র্দীঘদিনের স্বপ্ন পূরণ হবে।
জানা যায়, সুনামগঞ্জ জেলাধীন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী-জামলাবাজ এলাকার কালনী নদীর উপর ১৩ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ২৮৩ টাকা ব্যয়ে ১৬০মি. লম্বা সেতু নির্মাণ করা
হবে। প্রকল্পটির কাজ আগামী ২৮/০২/২০১৯ সালে শেষ হওয়ার কথা রয়েছে। সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার নবারুণ ট্রেডার্স লি. ইতিমধ্যে কাজ শুরু করেছে।
এ ব্যাপারে অত্র উপজেলার জামলাবাজ গ্রামের অনেকেই তাদের মতামত ব্যাক্ত করতে গিয়ে বলেন, সেতুটির কাজ শেষ হলে আ জনদুর্ভোগ একবারেই কমে যাবে। আমরা উপজেলা সদরে ও নোয়াখালী বাজারে কম সময়ে যাতায়াত করতে পারব।
জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া বলেন, সেতুটি নির্মিত হলে উপজেলা সদরের সাথে যোগাযোগ সহজ হবে। আগে যেখানে দেড় ঘন্টা সময় লাগতো সেখানে মাত্র ১৫-২০ মিনিট সময় লাগবে। উপজেলা প্রকৌশলী রুবাইয়াত জামান বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই সেতুটির কাজ পুরুদমে শুরু হবে। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ইতিমধ্যে কর্মস্থলে এসে প্রাথমিক কাজ শুরু করেছেন।
Related