সিলেটের আলো:: নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোববার সকাল ১০টায় নিসচা সিলেট জেলা’র উদ্যেগে বর্ণাঢ্য শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রিকাবীবাজার হয়ে জেলা পরিষদ প্রাঙ্গনে সমাপ্ত হয়।
নিসচা সিলেট জেলা’র সভাপতি সংগঠক এম.বাবর লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খানের পরিচালনায় র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নান এম পি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিসচা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী,সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান-পিএএ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া-বিপিএম,উপ-পুলিশ কমিশনার( ট্রাফিক)ফয়সল মাহমুদ,সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন,নিসচা’র কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল,মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি,যুগ্ম মহা সচিব লিটন এরশাদ,বেলায়েত হোসেন নান্টু,লায়ন গনি মিয়া বাবুল,সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু,আন্তর্জাতিক সম্পাদক মিরাজুল মঈন জয়,নাসিম রুমি।জেলা শাখার মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুর রহমান,আশরাফ উদ্দিন রুবেল,কবির আহমদ খান,সহ-সাধারণ সম্পাদক ফুরকান আহমদ তালুকদার,ইমতিয়ার হোসেন আরাফাত,সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম রফিক,অর্থ সম্পাদক আব্দুল মজিদ,প্রচার সম্পাদক ফয়সল আহমদ,সাংস্কৃতিক সম্পাদক রকি দেব,ইঞ্জিনিয়ার অরবিন্দ রায় অপু, সামাদুল ইসলাম অপু, হাবিব উল্লাহ, সুলতান মাহমুদ,ইসমত ইবনে ইসহাক সানজিদ,দিলাল আহমদ, কামাল আহমদ, আব্দুল হাফিজ, শারমিন কবির, তাহের হোসেন সহ অন্যান্যরা প্রমূখ।