সিলেটের আলো:: বাংলাদেশ হযরত শাহজালাল মজররদে ইয়ামানি (রহঃ) ও ৩৬০ আউলিয়া (রহঃ) ভক্তবৃন্দ পরিষদ, সিলেট-এর দক্ষিণ সুরমা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত (৮ জুন) বুধবার রাতে নগরির স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের উপজেলা শাখার সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয়, দরগাহ-ই হযরত শাহজালাল মজররদে ইয়ামানি (রহঃ), সিলেট-এর মোতওয়াল্লী, সরেকওম ফতেহ উল্লাহ আল আমান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া’র নির্দেশানুসারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বি আলহাজ্ব মোঃ আব্দুল মতিন।
কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক চঞ্চল মাহমুদ ফুলর’র পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকির শাহ মোঃ নোয়াব আলী, আব্দুল করিম তপই, আলহাজ্ব মোঃ ফরিদুর রহমান, আবদুল মালেক তালুকদার, ইরন মিয়া, মোঃ মুজিবুর রহমান মুজিব, জাহাঙ্গীর খান, ইমরান আহমদ বখতিয়ার, শেখ মোঃ লায়েক মিয়া, জুমান আহমেদ, সানোয়ার আলী, সিয়াম আহমদ খোকন, দিলওয়ার আহমদ রানা, ওয়াছির আলী প্রমুখ।
ব্যাপক আলোচনার পর বর্ষীয়ান ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ আব্দুল মতিনকে সভাপতি, ফকির হযরত আহমদ আলী শাহ (রহঃ) মাজারের মোতওয়াল্লী ফকির শাহ মোঃ নোয়াব আলীকে সিনিয়র সহ-সভাপতি ও মোঃ জাহাঙ্গীর খানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের পরবর্তী সভা শেষে পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হবে।
আগামী ১৪ জুন মঙ্গলবার বাদ মাগরিব নবগঠিত উপজেলা কমিটির প্রথম বর্ধিত সভা মোল্লারগাঁও ইউনিয়নের বেটুয়ারমুখ গ্রামস্থ ফকির হযরত আহমদ আলী শাহ (রহঃ) মাজারের মোতওয়াল্লী ফকির শাহ মোঃ নোয়াব আলী’র বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সকলসহ ওলি-আউলিয়া ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।