৫ নং সিলাম ইউপি নিবার্চনে মেম্বার পদপ্রার্থী নাহিদ এর বিশাল গণসংযোগ করেছেন
ছাদিকুর রহমান সোহেলঃ সিলেট দক্ষিণ সুরমা সিলাম ৫ নং ইউপি নির্বাচনে ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোঃ নাহিদ হোসেন এর অবিরাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আর হাতেগুনা কয়েকদিন বাকী নির্বাচনের। আজ জুমআ’র নামাজের পর বৈদ্যুতিক পাখার সমর্তনে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মুহূর্তেই মিছিলটি জনসমুদ্রে পরিণত হয় এবং অনেকদিন পর নির্বাচন উপলক্ষে গ্রামে যেন এক আনন্দ তৈরি হয়। এসময় তিনি জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন এলাকার মুরব্বিয়ান ও জনাব আব্দুল হক, আব্দুল রব, জিতু মিয়া, সেলিম মিয়া, তুরন মিয়া, ইরন মিয়া,বকুল মিয়া, রমজান আলী, বাবলু মিয়া, আলাই মিয়া, মকবুল আলী, মমশর আলী, বশির মিয়া, মোসাইন মিয়া, আব্দুল আহাদ,আছকর আলী , বারিক মিয়া, মইনুদ্দিন, তবারক আলী, বদরুল মিয়া,একরাম আলী, রেজুয়ান আলী, মজিদ মিয়া,হাছন আলী, সাইদুল,মনা, বাবলু মিয়া,হানিফ সাজন, খলিলুর, ইমন,রাজু, আলী হোসেন,রুবেল, শাহেদ, সুন্দর, তারেক,অপু,জাহেদ, মাজেদ, সাবুল, ফয়জুল, মামুন, মাজেদ,নাহিদ, মিনহাজ, রাব্বি, মামুন, মুনোয়ার, আনোয়ার, সাকিব, সেবুল,রাজিবুল,রুবেল, মামুন,জামিল,মারুফ, জিহাদ,আহমদ, ইব্রাহিম, শান্ত, মাহি, রাহাদ,রানা,রাফি,মুন্না নোবেল,মামুন,নাদিম,আবির, ইমাদুল,জুনেদ,বাবুল,সামাদ। তেলিপাড়া,হাজিপুর,মাঝেরগাও,আকিলপুর,মুক্তারপুর সহ সকল শুভাকাঙ্ক্ষীবৃন্দ। যারা মিছিলে অংশগ্রহন করে মিছিলটি সাফল্যমন্ডিত করে তুলেছে তাদেরকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবং এক সাথে তিনি তেলিপাড়া গ্রামের জনাব মতিন মিয়ার ছেলে জুমন মিয়াকে মিছিল পরবর্তী সময়ে নিজ উদ্যোগে তার বাড়িতে আপ্যায়ন করানোরে জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোষণ করেন। পরিশেষে তিনি সর্বসাধারণের উদ্দেশ্য বলেন ইনশাআল্লাহ আপনাদের ভালবাসায় ২৮ তারিখ আমার বিজয় নিশ্চিত হবে, মনে এই আশা রাখেন।