সিলেটের আলোঃঃ ৭ রমজান উপলক্ষে আবার ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন দড়া গ্রামের সাবেক মেম্বার জামাল আহমদ আজ শুক্র বার ২০০ পরিবারের পাশে দাঁড়ালেন গোলাপগঞ্জ উপজেলার দড়া গ্রামের স্বনামধন্য দুই নং ওয়ার্ডের সাবেক মেম্বার জামাল আহমদ, ৭ রমজান উপলক্ষে আজ শুক্র বার বিকেলে আবার নিজের পরিবারের পক্ষ থেকে তার নিজ ঘরে ডেকে ব্যক্তিগত অর্থায়নে চাল ডাল তেল বিতরণ করেন জামাল আহমদ দড়া গ্রামে ৭ রমজান উপলক্ষে, এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার জামাল আহমদ, বিশিষ্ট মুরব্বি জনাব হাজী মাসুক মিয়া, জনাব কামাল উদ্দিন, জনাব লিয়াকত আলী, বর্তমান মেম্বার জনাব দুদু মিয়া ও জনাব তাজ উদ্দিন, কাশেম উদ্দিন মুন্না, জবরুল ইসলাম, মুস্তাক আহমদ, রাবেল আহমদ, আবির, তারেক, রেজাব
অসহায় কর্মহীন মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান জামাল আহমদ