নিজস্ব প্রতিবেদক : সিলেটের সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ক্রীড়া সংগঠন সংবাদ টাইগার্সের আমন্ত্রণে সিলেটে এসেছেন ৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাশার শিকদার।
এসেই তিনি সবার মন কেড়ে নিয়েছেন। আগমনে খবর শুনে বিভিন্ন নাট্য সংগঠন সাংস্কৃতিক ব্যক্তিত্বও মিডিয়া কর্মীরা ফুলের শুভেচ্ছা জানাতে আসে তৃণমূলের শিল্পী কে।
১৯৮৮ সাল থেকে সংস্কৃতিক অঙ্গনে পদার্পণ করলেও ৯০ দশকের জাতীয় পর্যায়ে পদার্পণ করা কণ্ঠশিল্পী বাশার শিকদার। গানের জগতে যিনি তখন কালো মানিক হিসেবে পরিচিত ছিলো। বার বার বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক অঙ্গনে নিজেকে প্রমাণ করেছেন যিনি। যার গানের সুর তাল লয় সবকিছু যেন মানুষের হৃদয়ের কথা কয়। সুরের টানে গান লেগে যায় প্রাণে , বাধ্য হয়ে তার সাথে মঞ্চে ওঠে নাচতে বাধ্য হয় শ্রোতারা।
সেই কণ্ঠশিল্পী স্বর্ণপদক পেয়েছেন বিগত ৯০ দশক পরবর্তী সকল সরকারের পক্ষ থেকেই।
শুক্রবার রাতে সিলেটের একটি অভিজাত হোটেলে তাকে নিয়ে আয়োজন করা হয় সংগীতানুষ্ঠান।
একের পর এক সঙ্গীত গাওয়ার পর মেতে উঠেন দর্শকশ্রোতা। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবাদ টাইগার্সের চেয়ারম্যান ও দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী।
শিল্পী বাশার শিকদার সিলেটে পৌঁছার পর প্রথমেই তাকে ফুলেল শুভেচ্ছা জানান দেশ থিয়েটারের নেতৃবৃন্দ।
এরপর রাতে একটি অভিজাত হোটেলে সংবাদ টাইগার্সের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মণিপুরী সমাজকল্যাণ সমিতি- সিলেট জেলা সভাপতি নির্মল সিংহ, ডাক্তার উচিত সিংহ, মদনমোহন কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর রজত ভট্টাচার্য, দৈনিক যুগান্তরের সিলেট বিভাগীয় প্রধান সংগ্রাম সিংহ, এএসপি বশির আহমেদ, ইন্সপেক্টর জামশেদ আলম, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনটিভি এবং আমাদের সময়ের সিলেট বিভাগীয় প্রধান সজল ছত্রী, প্রেসক্লাবের দৈনিক ঢাকার ডাকের সিলেট ব্যুারো চীফ ও সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, ব্যবসায়ী দিপু পুরকায়স্থ, ব্যবসায়ী বিধান আরায়, ফরচুন গার্ডেনের জেনারেল ম্যানেজার ধ্রুবেশ চক্রবর্তী, রঞ্জিত আসিংহসহ,দেশ থিয়েটারের পরিচালক অভিনেতা কামাল আহমেদ দূর্জয়, সাংবাদিক এমরান ফয়সল, দক্ষিণ সুরমা উপজেলা প্রেস ক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল , সদস্য হাবিবা আক্তার, সিলেট ডায়াবেটিস হসপিটাল এর ওয়ার্ড মাস্টার তাজুল ইসলাম।