অনলাইন ডেস্ক : বাংলাদেশ ফুটবলকঠিন অবস্থা পার করছে দেশের ফুটবল। কিছুদিন আগে ভুটানের কাছে হেরে চরম লজ্জায় পরেছে লাল-সবুজের দল। এই ব্যর্থতায় র্যাংকিংয়েও অনেক অবনতি হয়েছিল বাংলাদেশের ফুটবলে। তবে এবার এক ধাপ এগিয়েছে তারা। ফিফার সর্বশেষ র্যাংকিংয়ে ১৯০তম স্থান থেকে ১৮৯তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এরপর মালদ্বীপ রয়েছে ১৪২, আফগানিস্তান ১৫৬, ভুটান ১৬৫, নেপাল ১৬৯, শ্রীলঙ্কা ১৯৭ এবং পাকিস্তান ২০০তম স্থানে রয়েছে। তবে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ভারত। তাদের অবস্থান ৯৭তম। এদিকে শীর্ষস্থানে ফিরেছে ব্রাজিল। আর জার্মানি দ্বিতীয় স্থানে নেমে গেছে। তিন নম্বরে আছে আর্জেন্টিনা। চার ও পাঁচ নম্বরে রয়েছে সুইজারল্যান্ড ও পোল্যান্ড।