ছয়ফুল আলম পারুল
কবিদের সব কথা ধরতে নেই
কবিদের স্বপ্নে উড়তে নেই ।
কবিরা তার কবিতায়
যখন খুশি হারিয়ে যায় ।
কবিতায় নিজেদের খুঁজে বেড়ায় ।
কবিদের প্রেমে পড়তে নেই
তারা কবিতায় নিয়তই প্রেমিকা বদলায় ।
কবিরা কল্পনায় ,
অনেক প্রেয়সী খুঁজে পায়।
তারা মন চাইলেই স্বপ্নে ভাসে ,
চাইলেই ডুবে যায় নীলাকাশে।
তাই কবিদের মনে নিজেকে খুঁজতে নেই ,
তারা থাকে আবেগের খেয়ালেই ।
কবিদের মন যেন আবেগের খনি
তাই উদাসী থাকে সারাক্ষণই ।