সিলেটের আলো:: শ্রীরামপুর বাইপাস পয়েন্টে হিজড়াদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ
হিজড়াদের টার্গেট বেশি থাকে বিয়ে বাড়ি ও বর যাত্রী বহনকারী বিয়ের গাড়ি দেখলেই দলবেঁধে পথ আগলে রেখে বড় অংকের চাঁদা দাবী করে বরের কাছে । তাদের চাহিদামতো টাকা না দিলে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় বরযাত্রীদের। চাঁদা না দেওয়া পর্যন্ত হিজড়ারা অশালীন অঙ্গ ভঙ্গি করে।
এতে লোকজন বিব্রতকর অবস্থায় পড়েন। সময় মত নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন না বরযাত্রীরা তাই সম্মান হানীর ভয়ে অসহায় হয়ে হিজড়াদের চাহিদা মতন চাঁদা দিয়েই গন্তব্যে যেতে হচ্ছে বরযাত্রীদের ।
সকাল থেকে রাত পর্যন্ত তাদের অত্যাচার বেড়েই চলেছে। হিজড়াদের হাত থেকে রেহাই পাচ্ছে না স্কুলগামী শিশু,কিশোর, কিশোরী, নারী-পুরুষ কেউ বাদ যায় না তাদের হাত থেকেও টাকা না দিলে মারমুখী হয়ে উঠেছে হিজড়ারা।
শ্রীরামপুর বাইপাস পয়েন্টের কয়েকজন ব্যবসায়ী জানান হিজড়াদের উৎপাত দিন দিন বেড়েই চলেছে।
তাদের চাহিদামতো টাকা বা জিনিসপত্র না দিলে মানুষের উপর হামলা চালায় তারা। না হয় বিভিন্ন ধরনের অশালীন গালিগালাজ করতে থাকে। যার কারণে মানসম্মানের ভয়ে হিজড়াদের চাহিদামত দিতে হচ্ছে টাকা
হিজড়াদের অত্যাচার দিন দিন বেড়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শ্রীরামপুর বাইপাস পয়েন্টে দুই পুলিশ সদস্যকে জিজ্ঞেস করা গেলে তারা বলেন আমাদের কিছু করার নেই
ছবিটি আজ শুক্রবার (আজ 13 ই মার্চ ) বেলা ২ টা সময় শ্রীরামপুর বাইপাস পয়েন্টে বাইপাস থেকে তুলেছন প্রতিবেদক।