বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে বুধবার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে সভায় সিলেট জেলার বিভিন্ন থানায় মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধার, ডাকাতদের গ্রেফতার ছাড়াও গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার ইত্যাদি সংক্রান্তে ভাল কাজের উপর ভিত্তি করে সিলেট জেলায় কর্মরত বিভিন্ন অফিসারদের পুরস্কার প্রদান করা হয়। এতে সফলতার পুরস্কার পেলেন বিশ্বনাথের নবাগত অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম। তিনি সম্প্রতি বিশ্বনাথ থানায় যোগদান করেন। বিশ্বনাথ থানায় যোগদানের পর তিনি মাদক-জোয়াড়ীদের গ্রেফতার অভিযান পরিচালনা করেন। এতে অনেকটা সফল হন। বিশ্বনাথ থানায় যোগদানের পর সিলেট জেলায় তার প্রথম কল্যাণ সভায় তিনি এই পুরস্কার অর্জন করেন। এসময় বিশ্বনাথ থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তি পুরস্কার পান।
কল্যাণ সভায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনর্চাজ খান মো. মাইনুল জাকির, এএসআই মো. আক্তার হোসেন, গোলাপগঞ্জ মডেল থানার এসআই শংকর চন্দ্র দেব, এএসআই মো. কামাল হোসেন, এএসআই মো. জাকির হোসেন, বিয়ানীবাজার থানার এসআই সাফিউল ইসলাম, ওসমানীনগর থানার এএসআই মারুফ আল মুকিত, এএসআই মো. মুক্তার হোসেন, জকিগঞ্জ থানার এসআই সৈয়দ ইমরোজ তারেক, এএসআই সুকেশ চন্দ্র পাল, এএসআই আব্দুল বারিক, এএসআই রাজীব রায়, কানাইঘাট থানার এসআই মো. হুমায়ুন কবির, গোয়াইনঘাট থানার এসআই মো. মতিউর রহমান, এসআই মোহাম্মদ বদিউজ্জামান সিলেটগণকে গ্রেফতারী পরোয়ানা তামিল, দুর্ধষ আসামী গ্রেফতার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও অবৈধ অস্ত্র উদ্ধারের উপর ভিত্তি করে পুরস্কার প্রদান করা হয়।
সভায় পুলিশ সুপার সিলেট মহোদয় আসন্ন ঈদুল ফিতর এ আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন। সভায় সিলেট জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।