স্টাফ রিপোর্টার : এটিএন বাংলা দৈনিক খবর পত্র অনলাইন পত্রিকা পাবনা সংবাদের প্রধান উপদেষ্টা এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের পাবনা জেলা কমিটির উপদেষ্টা মোবারক বিশ্বাস বৃহস্পতিবার রাতে পাবনা শহরের রাধানগর বাগান পাড়া মহল্লায় অবস্থিত এফ. এম ডিজিটাল প্রিন্টার্স নামক নিজ প্রতিষ্ঠানে দূবৃত্তদের আক্রমনে মারাতœক ভাবে আহত হয়েছেন। সূত্র মতে জানাগেছে, শহর থেকে কাজ শেষে মোটরসাইকেল যোগে সাংবাদিক মোবারক বিশ্বাস রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নিজ প্রতিষ্ঠান এফ. এম ডিজিটাল প্রিন্টার্সে যান। এসময় ১০/১৫ জন দূবৃত্ত প্রতিষ্ঠানের ভিতর ঢুকে পড়ে সাংবাদিক মোবারক বিশ্বাসকে হত্যা করার উদ্দেশ্যে হকিষ্টিক ও জিআই পাইপ দ্বারা বেদম প্রহার করে। এসময় সাংবাদিক মোবারক প্রতিষ্ঠান থেকে বের হয়ে দৌড় দিয়ে পার্শ¦বর্তি বাড়িতে আশ্রয় নেয়। সংবাদ পেয়ে পাবনা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্রে পাবনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক মোবারক বিশ্বাসকে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সাংবাদিক মোবারক বিশ্বাস বর্তমানে হাসপাতালের পেইং বেডে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ রাতেই ঘটনার সাথে জরিত সন্ধেহে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, আবদুল হাকিম বিশ্বাস (৫৫), রেজাউল ড্রাইভার (৪০) এবং সনি (৩৫)।
শুক্রবার সকালে পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাংবাদিক মোবারক বিশ্বাস কে হাসপাতালে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতালে সাংবাদিক মোবারক বিশ্বাসকে আরো যারা দেখতে যান তারা হলেন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের পাবনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধা আবদুল জব্বার, জেলা কমিটির উপদেষ্টা পাথফাইন্ডার সিটিআই পাবনার অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক প্রভাসক সাইফুল ইসলাম শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শফিক আল কামাল,কার্যকরি সদস্য সিরাজুল ইসলাম এবং শরিফুল ইসলাম, বাংলা ভিশনের পাবনা জেলা প্রতিনিধি পাবনা প্রেসক্লাবের সম্পাদক আখিনুর ইসলাম রেমন, মাছরাঙ্গা টিভি চ্যানেলের পাবনা ব্যুরো চীপ উৎপল মির্জা এটিএন নিউজএর পাবনা জেলা প্রতিনিধি রিজভী জয়। পুলিশ সাংবাদিক মোবারক বিশ্বাস কে হামলার সময়ের সিসি টিভিতে ধারণকৃত ফুটেজ উদ্ধার করে পরিক্ষা নিরীক্ষা করছেন বলে সুত্রমতে জানা গেছে।
পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতির সভাপতি কাজী মাহবুব মোর্শেদ বাবলা এবং সধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ এক বিবৃতিতে দূবৃত্তদের হামলায় সাংবাদিক মোবারক বিশ্বাস কে হত্যা প্রচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন এবং দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন। আরো তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন অনাবিল সংবাদ পত্রিকার প্রকাশক ও পাবনা অনলাইন প্রেস ক্লাব এর আহবাহাক প্রকৌশলী সরকার রুহুল আমীন