বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরে ও বোমা নিক্ষেপ করে আওয়ামী লীগের উন্নয়ন বাঁধাগ্রস্থ করা যাবে না। অপশক্তি ও ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র ধ্বংস করে প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। তিনি আরোও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে একাধিকবার বন্যা হলেও ক্ষতিগ্রস্থদের হাতে দ্রুত ত্রাণ তুলে দিতে সক্ষম হয়েছে সরকার। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত থাকলে মানুষ নিজেদের প্রাপ্য অধিকার থেকে কখনও বঞ্চিত হবেন না, কেউ না খেয়েও থাকবেন না।
তিনি গতকাল সোমবার সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ‘প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে পৃথক সভায় একথাগুলো বলেন। সভাগুলোতে বন্যার্ত ৫ শতাধিক পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করেন প্রধান অতিথি শফিকুর রহমান চৌধুরী। লামাকাজী ইউপি কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় ইউপির প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার ও মাখরগাঁও-টেপিগঞ্জে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলী সভাপতিত্বে করেন।
লামাকাজী ইউপি মেম্বার ফয়ছল আহমদের পরিচালনায় সভাগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, ইউপি মেম্বার চমক আলী, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, শফিক মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার কাঞ্চন চক্রবর্তী, মকসুস মিয়া মিলন, মোঃ নূরুজ্জামান, গয়াস খান, সেবিকা নাথ, ফাতেমা বেগম, কাঞ্চন মালা, আওয়ামী লীগ নেতা আবদুর রব, শফিক মিয়া, শহিদ মিয়া, শীতেশ বৈদ্য, বাবুল বৈদ্য, সুমন্ত বৈদ্য, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, দিলোয়ার হোসেন, সমর হোসেন, ফয়জুল ইসলাম, মাহবুব আহমদ, রাসেল আহমদ, আফজাল হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা জহির উদ্দিন, সিজিল মিয়া, ছাত্রলীগ নেতা আবদুল মুকিদ সুমন, মতিউর রহমান, রুবেল আহমদ প্রমুখ।